About US

নগর নির্মান কার্যে ব্যবহৃত পোড়া মাটির ইটের চাহিদা মেটাতে দেশে রয়েছে অংখ্য ইটের ভাটা, ফলে একাধার বিনাশ হচ্ছে ফসল জমি, নষ্ট হচ্ছে মাটির উর্বরতা, উজার হচ্ছে জ্বালানি সম্পদ – বনাঞ্জল। বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ, হ্রাস পাচ্ছে ওজনস্তর। সর্বোপরি ভয়াবয়াবহ এক বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে আমাদের পরিবেশ। মানুষ নিজেও বুঝতে পারেনি কিভাবে সে বিপন্ন করে তুলছে নিজের বাসযোগ্য একমাত্র ধারিত্রিকে।

তবে সুখের বিষয় আমাদের দেশের জনগন অধিক পরিবেশ সচেতন হয়ে উঠছেন। পরিবেশকে অনুকুলে ফিরিয়ে আনতে দেশ ও মাুষের কল্যানে নিয়োজত BD Hollow Block নির্মাণ সামগ্রী হিসাবে পোড়া মাটির ইটের পরিবর্তে আপনাকে দিচ্ছে Concrete দিয়ে তৈরি সব ধরনের Concrete Block যা সর্বাধুনিক (ASTM C-140) প্রযুক্তিতে তৈরী।

Concrete Block উৎপাদন প্রক্রিয়া

আমাদের ফ্যাক্টরিতে জার্মানী টেকনোলজি ও চায়নাতে তৈরী স্বয়ংক্রিয় উচ্চ চাপের কমপ্রেস মেশিনে ব্লক তৈরি হয়। এ বিভিন্ন রং ও সাইজের নানা ধরনের ব্লক প্রস্তুত করা সম্ভব।

কাঠ, গ্যাস বা কয়লা নয়, বিদ্যুৎ হল এর একমাত্র জ্বালানী। যার খরচ অত্যন্ত কম এবং  উৎপাদন প্রক্রিয়ায় কোন প্রকার গ্যাস ও বর্জ্য পদার্থ নি:সৃত হয় না।